আরাফাত হোসেন, কুষ্টিয়া : কুষ্টিয়ার দৌলতপুরে কাঁঠাল বাগানের ঝুলন্ত অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। আজ সকালে পিপুলবাড়ী নামক স্থানে এ ঘটনা ঘটে। তবে নিহতের পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায় আজ সকালের দিকে স্থানীয় এক কৃষক ছাগলের জন্য কাঁঠালের পাতা কাটতে গেলে ঝুলন্ত অবস্থায় এক ব্যক্তি লাশ দেখতে পায়। পরে দৌলতপুর থানার পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
দৌলতপুর থানার ওসি নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন মৃত্য ব্যক্তির পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি তবে ধারণা করছেন তার বয়স ৪০ বছর হবে। এটা হত্যা না আত্মহত্যা ময়না তদন্তের পর জানা যাবে।