1. riajul.kst1@gmail.com : riajul :
  2. riajul.kst@gmail.com : riajul.kst@gmail.com :
শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :

কুষ্টিয়ায় এফপিএবি ৪৩ তম বার্ষিক সাধারন সভা

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ৩১ অক্টোবর, ২০২১
  • ২৯০ বার নিউজটি পড়া হয়েছে

আরাফাত হোসেন, কুষ্টিয়া : কুষ্টিয়ায় এফপিএবি ৪৩ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে এফপিএবি কুষ্টিয়া শাখার ৪৩ তম বার্ষিক সাধারন সভা শাখাস্থ আক্কাস আলী মঞ্জু মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাখার সম্মানিত সভাপতি জনাব আলহাজ্ব মোঃ রবিউল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সাবেক জেলা কর্মকর্তা মোঃ আলতাফ হোসেন বিশ্বাস। গীতা থেকে পাঠ করেন মিসেস সবিতা রাণী চক্রবর্তী, সিনিয়র এক্সিকিউটিভ ক্লিনিক্যাল সার্ভিস। অতঃপর আত্ম পরিচিতির পর শোক প্রস্তাব উপস্থাপন করেন নাজমা খাতুন, যুব কাউন্সিলর, তারার মেলা কুষ্টিয়া শাখা। শাখার সেচ্ছাসেবী, কর্মকর্তা কর্মচারী ও তাদের আপনজন যারা মৃত্যুবরন করেছেন তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় এক মিনিট নিরবতা পালন সহ দোয়া মোনাযাত করা হয়। স্বাগত বক্তব্য রাখেন জনাব কনক চৌধুরী, প্রাপ্ত বয়স্ক সদস্য। বিগত বছরের প্রতিবেদন ও বার্ষিক সাধারণ সভা ২০২১ এর প্রতিবেদন পাঠ করেন জনাব মোঃ মামুনুর রশীদ বাবলু, সহ-সভাপতি এফপিএবি কুষ্টিয়া শাখা। আর্থিক প্রতিবেদন ও অডিট রিপোর্ট উপস্থাপন করেন অবৈতনিক কোষাধক্ষের পক্ষে শাখার কো-অর্ডিনেটর ফাইন্যান্স মিসেস হাচিনা আফরোজ। সভাপতির আহবানে মুক্ত আলোচনায় অংশ গ্রহন করেন উপস্থিত সম্মানীত সদস্যদের মধ্যে জনাব খাদেমুল ইসলাম, নিলুফার আক্তার, মেজর দলিল উদ্দিন শেখ, এ্যাডঃ আনসার আলী আজীবন সদস্য এফপিএবি কুষ্টিয়া শাখা। বিশেষ অতিথীদের মধ্যে বক্তব্য প্রদান করেন চেীধুরী মুরশেদ আলম মধু, সাবেক সহ-সভাপতি, এফপিএবি, এ্যাড আ স ম আখতারুজ্জামান মাসুম, সাবেক অবৈতনিক সাধারন সম্পাদক ও আজীবন সদস্য, ডাঃ জেসমিন আখতার, জাতীয় কাউন্সিলর, এফপিএবি কুষ্টিয়া শাখা, মোঃ মামুনার রশিদ বাবলু, সহ-সভাপতি, এফপিএবি কুষ্টিয়া শাখা, আলহাজ্ব মহঃ আশরাফ উদ্দীন নজু, সাবেক সভাপতি, এফপিএবি কুষ্টিয়া শাখা এবং অনুপ কুমার নন্দী, জাতীয় কাউন্সিলর এফপিএবি, কুষ্টিয়া শাখা।
বার্ষিক সভা কালীন সময়ে সম্পাদিত সকল কার্যক্রম এবং স্থানীয় আয়ের উপর ক্লিনিকে প্যাথলজিক্যাল কার্যক্রম এবং ডেলিভারী সার্ভিস চালু শুরু হওয়ায় উপস্থিত সকলে সন্তোষ প্রকাশ করেন। সভাপতি মহোদয় উপস্থিত সকল সম্মানিত সেচ্ছাসেবী বৃন্দের এই মহামারী করোনা ভাইরাসের মধ্যেও সতঃস্ফুর্ত অংশ গ্রহন ও সুচিন্তিত মতামত প্রকাশের জন্য আন্তরিক ধন্যবাদ জানান। সার্বিক অনুষ্ঠানটি পরিচালনা করেন মোঃ মুশফিকুর রহমান, কো-অর্ডিনেটর প্রোগ্রাম, এফপিএবি, কুষ্টিয়া শাখা।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর ....

All rights reserved © 2020 tajasangbad.com
Design & Developed BY Anamul Rasel
x
error: Content is protected !!