1. riajul.kst1@gmail.com : riajul :
  2. riajul.kst@gmail.com : riajul.kst@gmail.com :
শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০৬:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :

কুমারখালীতে অনুষ্ঠিত হলো ঝাপান খেলা

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ৩ নভেম্বর, ২০২১
  • ৩৪৭ বার নিউজটি পড়া হয়েছে

কুমারখালী প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালীতে অনুষ্ঠিত হয়ে গেল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সাপ খেলা। সাপ খেলার পাশাপাশি গ্রামীণ ঐতিহ্যের অন্যতম বাহক সাপ খেলাকে ঝাপান খেলাও বলা হয় কোন কোন অঞ্চলে। বুধবার সকাল দশটা থেকেই কুমারখালী উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের হুগলার চাপাইগাছি বাজারে সাপ খেলা প্রতিযোগিতা শুরু হয় যা চলে বিকাল পর্যন্ত ।
উপজেলার চাপাইগাছি বাউল ক্লাবের আয়োজনে দূরদূরান্ত থেকে ১১ জন সাপুরি এই সাপ খেলা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এ সময় দেখা মেলে বাহারি রঙের হরেক রকমের শতাধিক সাপ।
দীর্ঘদিন পর গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী খেলা দেখতে সে সময় কয়েক হাজার উৎসুক জনতা ভিড় জমায়। সাপ খেলা প্রতিযোগিতায় সাপকে ২৪ ইঞ্চি উচ্চতায় তুলে প্রথম হয়েছে পাংশা উপজেলার বৃত্তিপাড়ার পাচু সাপুড়ে, সাপকে ২৩ ইঞ্চি উচ্চতায় তুলে দ্বিতীয় স্থান অধিকার করেছে পাংশার দুলু সাপুড়ে । পরে তাদের হাতে পুরুষ্কার তুলে দেয় আয়োজন কমিটি।
সাপ খেলা প্রতিযোগিতা আয়োজন কমিটির সভাপতি লিটন প্রামানিক জানান, আধুনিকতার ছোঁয়ায় আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা হারিয়ে যাচ্ছে। সকালে একটি ঐতিহ্যবাহী খেলা, যায় একসময় গ্রামবাংলায় প্রতিনিয়ত বিভিন্ন দিবস অনুষ্ঠিত হতো। আর তাই হারিয়ে যাওয়া খেলাকে বাঁচিয়ে রাখতে আমাদের এই আয়োজন।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর ....

All rights reserved © 2020 tajasangbad.com
Design & Developed BY Anamul Rasel
x
error: Content is protected !!