1. riajul.kst1@gmail.com : riajul :
  2. riajul.kst@gmail.com : riajul.kst@gmail.com :
শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :

কুষ্টিয়ায় অবহেলায় বাঘা যতীনের ভাস্কর্য মেরামত হয়নি এখন

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ৬ নভেম্বর, ২০২১
  • ৩২৯ বার নিউজটি পড়া হয়েছে

আমিন হাসানঃ কুষ্টিয়ায় পৌরসভা কার্ষালয়ের সামনে পাঁচ রাস্তার মোড়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য দুর্বৃত্তদের ভাংচুর এর ঘটনার পরে,নতুন করে সংস্করণ করা হলেও হইনি বাঘা যতীনের ভাস্কর্য সংস্করণ। এখনো দাঁড়িয়ে আছে নাকে মুখে আঘাতের চিহ্ন নিয়ে।

কুষ্টিয়ার কুমারখালীর কয়া ইউনিয়নে কয়া মহাবিদ্যালয়ের মুল ফটকের সামনে নির্মিত বৃটিশ বিরোধী আন্দোলনের অগ্রনায়ক বিপ্লবী বীর বাঘা যতীনের ভাস্কর্য। উল্লেখ্য গত ১৭ডিসেম্বর ২০২০ দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে দুর্বৃত্তরা বিপ্লবী বীর বাঘা যতীনের ভাস্কর্যটি ভাংচুর করে এবং ১৯ ডিসেম্বর ভাস্কর্য ভাঙার মুলপরিকল্পনাকারী কয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি সহ তিনজনকে গ্রেফতার করে থানা পুলিশ।

এদিকে ঘটনার দীর্ঘ ১০ মাস অতিবাহিত হলেও এখনো পর্যন্ত ভাস্কর্যটি সংস্কার করা হয়নি। কয়া মহাবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এ্যাডভোকেট নিজামুল হক চুন্নু জানান, ভাস্কর্য সংস্কারের বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমানের সাথে আলাপ করা হলে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এবং আদালতের অনুমতি ব্যতিত ভাস্কর্য সংস্কার করা যাবেনা বলে জানিয়েছিলেন। যেকারণে তখন পর্যন্ত সংস্কার করা সম্ভব হয়নি। পরবর্তীতে ৬ মাস পর আমরা আদালত থেকে ভাস্কর্য সংস্কারের অনুমতির কাগজপত্র এনে কুমারখালী উপজেলা নির্বাহী অফিসারের কাছে জমা দিয়েছিলাম কিন্তু এখনো পর্যন্ত
বিপ্লবী বীর বাঘা যতীনের ভাস্কর্য সংস্কারের
কাজের কনো আলামত দেখতে পাইনি

কুষ্টিয়া কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডল সাথে মুঠো ফোনে যোগাযোগ করলে তিনি বলেন আমরা এখনো সংস্কার করার জন্যে সঠিক কনো আদেশ পাইনি তবে খুব তারাতারি এ বিষয়টি সমাধান করার চেষ্টা করবো

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর ....

All rights reserved © 2020 tajasangbad.com
Design & Developed BY Anamul Rasel
x
error: Content is protected !!