1. riajul.kst1@gmail.com : riajul :
  2. riajul.kst@gmail.com : riajul.kst@gmail.com :
সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম :

কুষ্টিয়ায় ফেন্সিডিল ও গাঁজা সহ কামিনী র‌্যাবের হাতে আটক

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ৬ নভেম্বর, ২০২১
  • ১৮২০ বার নিউজটি পড়া হয়েছে

আরাফাত হোসেন, কুষ্টিয়া : কুষ্টিয়ার বারখাদা এলাকা থেকে ফেন্সিডিল ও গাঁজাসহ ২জনকে আটক করেছে র‌্যাব-০৮। গতকাল শুক্রবার রাতে ১৩নং বারখাদা ইউনিয়নের মল্লিকপাড়ার পল্লী বিদু্যত সংলগ্ন মীরপুর টু কুষ্টিয়া মহাসড়কে চেক পোষ্ট স্থঅপন করে তাদেরকে আটক করা হয়। আটকৃত হচ্ছেন চৌড়হাস ফুলতলারে আজাদ সরদারের স্ত্রী কামিনী (৪০) ও একই এলাকার মৃত আবতাব আলীর ছেলে আরিফুল আসলাম(৩২)।
র‌্যাব সূত্রে জানা যায় দৌলতপুর উপজেলা থেকে কতিপয় ব্যক্তি ইজিবাইক যোগে ফেন্সিডিল এবং গাঁজার একটি চালান নিয়ে কুষ্টিয়া শহরের উদ্দেশ্যে রওনা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে উক্ত স্থানে একটি চেক পোষ্ট দিয়ে তাদেরকে তল্লাশী করে এ মাদক উদ্ধার করে বলে জানান যায়।
এ বিষয়ে সিপিসি-২, র‌্যাব-৮ এর অফিসার ইনচার্জ জানান তাদের আটকের বিষয় নিশ্চত করেন এবং আটক পর তাদেরকে কুষ্টিয়া মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি। এ বিষয়ে একটি মাদক মামলা হয়েছে বলে তিনি জানান।
তবে মাদক ব্যবসায়ি কামিনীর বিরুদ্ধে আরও মাদক মামলা রয়েছে বলে জানা যায়।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর ....

All rights reserved © 2020 tajasangbad.com
Design & Developed BY Anamul Rasel
x
error: Content is protected !!