1. riajul.kst1@gmail.com : riajul :
  2. riajul.kst@gmail.com : riajul.kst@gmail.com :
বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম :

কয়লা ছবির নায়িকা অভিনয়ন করবে বুবলী

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ৬ নভেম্বর, ২০২১
  • ২৮৬ বার নিউজটি পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : ‘কয়লা’ নামে নতুন ছবি নির্মাণ করতে যাচ্ছেন নির্মাতা সাইফ চন্দন। ছবিটিতে অভিনয় করতে যাচ্ছেন চিত্রনায়িকা শবনম বুবলী। গত ৪ নভেম্বর ছবিটিকে চুক্তিবদ্ধ হয়েছেন বুবলী। পরিচালক জানালেন, আগামী সপ্তাহে যশোরে ছবিটির শুটিং শুরু হবে।
তবে ছবিটিতে নায়ক হিসেবে কে থাকছেন- তা এখনো চূড়ান্ত হয়নি। চন্দন জানান, খুব শিগগিরই নায়কের নাম ঘোষণা করা হবে।
শনিবার সমকালকে চন্দন বলেন, ‘৪ নভেম্বর বুবলীকে চূড়ান্ত করা হয়েছে। ছবিটির অন্যান্য শিল্পীদের সঙ্গেও কথা চলছে। এ সপ্তাহের মধ্যেই বাকী শিল্পীদের চূড়ান্ত করা হবে। গল্পের প্রয়োজনে ছবিটিতে অনেক আর্টিস্টের সমাগম থাকবে। কিছুটা ডার্ক সাইটের গল্পের ছবি ‘কয়লা’। নির্মাতার ভাষ্য, আমার আগের আব্বাস ছবির শুটিং হয়েছে পুরান ঢাকায়, উস্তাদ ছবিটিও সেখানেই।

এবার পুরান ঢাকায় থেকে বের হয়ে সোজা যশোরে যাচ্ছি। মূলত গল্পের প্রয়োজনেই এই এলাকায় যেতে হচ্ছে। সেখানেই আগামী সপ্তাহ থেকে টানা শুটিং করার ইচ্ছে। গল্প নির্ভর ছবি ‘কয়লা’। ছবিটির সবগুলো চরিত্রই গুরুত্বপূর্ণ। তবে অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে বুবলীর চরিত্রটি। এতোদিন বুবলী যে ধরনের চরিত্রে অভিনয় করে আসছেন বলা যায় এখানে তার বিপরীতে।

থাকবে না কোনো গ্ল্যামার। চরিত্রটি নিয়ে অন্যরকম এক জার্নির মধ্যে দিয়ে যেতে হবে ‘বসগিরি’ ছবির এ নায়িকাকে। নিজের চরিত্র নিয়ে বুবলী বলেন, ‘কয়লা ছবিটি নিয়ে আমি খুবই এক্সাইটেড। চরিত্রটিতে অভিনয়ের দারুণ সুযোগ রয়েছে। তাই গল্প শোনার পর চরিত্রটি করতে রাজি হয়েছি। চন্দন ভাইয়ের সঙ্গে এটি আমার প্রথম কাজ। আশা করি সব মিলিয়ে দারুণ কিছু হবে।’ সিমপ্ল্যাক্স ইন্টারন্যাশনালের ব্যানারে নির্মিত হবে ‘কয়লা’। নতুন বছরের প্রথম দিকেই মুক্তি দেওয়ার পরিকল্পনা নিয়ে নির্মাণ কাজ শুরু হচ্ছে বলে নির্মাতা জানান।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর ....

All rights reserved © 2020 tajasangbad.com
Design & Developed BY Anamul Rasel
x