অনলাইন ডেস্ক : জামালপুরে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এক অটোরিকশার দুই যাত্রী নিহত এবং দুইজন আহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোরে জামালপুর-টাঙ্গাইল সড়কের নারিকেলিতে এ দুর্ঘটনা ঘটে বলে সদর থানার এসআই আজিজুল হক জানান।
তিনি বলেন, অটোরিকশাটি যাত্রী নিয়ে জামালপুর থেকে ঘাটাইলে যাচ্ছিল। পথে টাঙ্গাইল থেকে জামালপুরগামী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ওই অটোরিকশার যাত্রী জামালপুর সদরের ছোনটিয়া এলাকার শাহজাহান আলীর ছেলে মিন্টু মিয়া (২৮) এবং মেলান্দহ উপজেলার মুন্সিনাংলা গ্রামের উসমান গনির ছেলে আবুল কালাম আজাদ (৪৫) ঘটনাস্থলেই মারা যান। আহত অন্য দুজনকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান এসআই আজিজুল।