কুষ্টিয়ার মিরপুর ও ভেড়ামারা উপজেলার ১৭টি ইউনিয়নে বৃহস্পতিবার ভোট অনুষ্ঠিত হয়েছে। যার মধ্যে মিরপুর উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নে ইভিএমে মাধ্যমে ভোট গ্রহণ করা হয়। আজ সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত বিরতহীনভাবে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ হয়।
মিরপুরে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা:
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ১১টি ইউনিয়ন এর মধ্যে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতিকে ৬জন ও আওয়ামী স্বতন্ত্র বিদ্রোহী প্রার্থী আনারস প্রতিক নিয়ে ৩জন বিজয়ী হয়েছে। বাঁকি ২টিতে আনারস প্রতিকের স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।
বিজয়ীরা হলেন: বহলবাড়ীয়া ইউনিয়নে নৌকা প্রতিকে সাইদুর রহমান, বারুইপাড়া ইউনিয়নে নৌকা প্রতিকে ডা. শফিকুল ইসলাম মন্টু, আমলা ইউনিয়নে নৌকা প্রতিকে একলেমুর রেজা সাবান, মালিহাদ ইউনিয়নে নৌকা প্রতিকে আকরাম হোসেন, আমবাড়ীয়া ইউনিয়নে নৌকা প্রতিকে সাইফুদ্দিন মকুল (সাইফুল) ও কুর্শা ইউনিয়নে নৌকা প্রতিকে আব্দুল হান্নান।
অপরদিকে ফুলবাড়ীয়া ইউনিয়নে আওয়ামী বিদ্রোহী প্রার্থী নুরুল ইসলাম ভোট পান ৪২00, আতাহার আলী নৌকা প্রার্থী ৪১৯৫, আঃ জব্বার স্বতন্ত্র মোটর সাইকেল ৩৯৬, মিজানুর রহমান জাতীয় সমাজতান্ত্রিকদল জাসদ মশাল ৬১ টি ভোট পান। তালবাড়ীয়া ইউনিয়নে আওয়ামী বিদ্রোহী প্রার্থী আব্দুল হান্নান মন্ডল ও ছাতিয়ান ইউনিয়নে আওয়ামী বিদ্রোহী প্রার্থী কবির হোসেন বিশ্বাস আনারস প্রতিক নিয়ে বিজয়ী হয়েছেন। এছাড়াও সদরপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল ইসলাম ও পোড়াদহ ইউনিয়নে ফারুকুজ্জামান জন আনারস প্রতিকে জয় লাভ করেছেন। উল্লেখ্য, মিরপুর উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদে একযোগে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া অবাধ ও সুষ্ঠুভাবে বিরতিহীন ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।
কুষ্টিয়ার ভেড়ামারার ৬ ইউনিয়ন ও মিরপুরে ১১ টি ইউনিয়নের বেসরকারী নির্বাচনী ফলাফল
চাঁদগ্রাম ইউনিয়ন = জাসদ মনোনিত মশাল প্রতিকের চেয়ারম্যান প্রার্থী আব্দুল হাফিজ তপন, ধরমপুর= স্বতন্ত্র আনারস মার্কার চেয়ারম্যান প্রার্থী মোঃ শামসুল হক, বাহিরচর= আওয়ামী মনোনিত নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী রওশন আরা, মোকারিমপুর= আওয়ামী মনোনিত নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী আব্দুস সামাদ, জুনিয়াদাহ= স্বতন্ত্র আনারস মার্কার চেয়ারম্যান প্রার্থী হাসানুজ্জামান হাসান, বাহাদুরপুর = আওয়ামী মনোনিত নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী সোহেল রানা পবন।
জেলা পুলিশ সুপার খাইরুল আলম বলেন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য জেলা পুলিশ মুখ্য ভূমিকা পালন করেছেন। এ ক্ষেত্রে কুষ্টিয়া , চুয়াডাঙ্গা, ঝিনাইদহ , বাগেরহাট , আর্মড পুলিশ ব্যাটালিয়ন, ডিবি , ডিএসবিসহ সকল কর্মকর্তা পুলিশ সুপার মোঃ খাইরুল আলমের নের্তৃত্বে ব্যালট, ভোটার ও ভোট কেন্দ্রের নিরাপত্তা দিয়ে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছেন। ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে প্রতিটি ভোট কেন্দ্রে ৫ জন পুলিশ সদস্য, ১ জন আনসারের পিসি, ১ জন এপিসি, ৮ জন পুরুষ ও ৭ জন সাধারণ অঙ্গীভূত আনসার এবং ভোট গ্রহণকারী কর্মকর্তাবৃন্দ দায়িত্ব পালন করেন।
কুষ্টিয়া জেলা জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা আনিছুর রহমান জানান, দুইটি উপজেলার ১৭টি ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ সম্পন্ন করতে নয় জন রিটার্নিং কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে।“তাদের তত্ত্বাবধায়নে ভোটের দিন সকালে সংশ্লিষ্ট আইনশৃংখলা বাহিনীর সহায়তায় ব্যালট পেপার প্রতিটা কেন্দ্রে পাঠানো হয়। তিনি আরও বলেন জয় পরাজয় সবাইকে মেনে নিতে হবে। তবে এবার অনেক সুন্দর পরিবেশে ভোটের কার্যক্রম সম্পন্ন হয়েছে বলে তিনি জানান। বিস্তারিত আরও আসছে……