1. riajul.kst1@gmail.com : riajul :
  2. riajul.kst@gmail.com : riajul.kst@gmail.com :
রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :

কুষ্টিয়ার হাটশহরিপুরে হাবিব’র উদ্যোগে নৌকার মিছিল

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১
  • ৩৩৭ বার নিউজটি পড়া হয়েছে

আরাফাত হোসেন, কুষ্টিয়া : কুষ্টিয়া হাটশ হরিপুর ইউনিয়ন কান্তিনগর এলাকায় নৌকার মিছিল করলেন ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী হাবিবুর রহমান হাবিব। আজ বিকেলে হাটশহরিপুর ইউনিয়ন কান্তিনগর এলাকায় স্থানীয় বাসিন্দা, হাটশ হরিপুরে আওয়ামীলীগের প্রচার সম্পাদক হাবিবুর রহমান হাবিবর নেতৃত্বে উক্ত হাটশ হরিপুর ইউনিয়ন থেকে ৩০০ শতাধিক মোটর সাইকেল নৌকার ¯েøাগান জয় বাংলা দিয়ে মিছিল বের হয়। পরে হরিপুর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষ করে কান্তিনগর এসে শেষ হয়।

এ বিষয়ে আওয়ামীলীগ কর্মী হাবিবুর রহমান হাবিব বলেন নৌকার পর্যালোচনার জন্য এই মিছিল করা হয়েছে তবে কোন ব্যক্তির উদ্যোগে নয়। মাহাবুল উল আলম হানিফ এমপি ও সিনিয়র নেতাকর্মীরা উক্ত ইউনিয়নে নৌকার পক্ষে কাজ করে যাচ্ছেন। এখানে দল যাকে মনোয়ন দিবেন তাকে নৌকার পক্ষে ইউনিয়ন নির্বাচন করবেন। তবে তিনি আরও বলেন যদি এখানর এলাকাবাসী ও নেতাকর্মীরা তাকে ভালোবাসেন তাহলে সে নৌকার পক্ষে ইউপি নির্বাচনের চেয়ারম্যান পদে অংশগ্রহন করবেন বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর ....

All rights reserved © 2020 tajasangbad.com
Design & Developed BY Anamul Rasel
x
error: Content is protected !!