ভেড়ামারা প্রতিনিধি : কুষ্টিয়া ভেড়ামারা উপজেলার গোলাপনগর এলাকার মানিপার্কের পিছনের খাল থেকে অজ্ঞাত (৪২) যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বিকেলের দিকে এ ঘটনা ঘটে। তবে নিহতের পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় আজ সকালের দিকে মানিপার্কের বাবুর খাদ থেকে একজনের লাশ ভাসতে দেখে পুলিশ খরব দেয়। ঘটনাস্থলে পুলিশ এসে লাশ উদ্ধার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ময়না তদন্তের জন্য প্রেরণ করেন।
এ বিষয়ে ভেড়ামারা ওসি বিষয়টি নিশ্চত করেন। তিনি বলেন নিহত পরিচয় এখন পাওয়া যায়নি। তবে তার বয়স ৪২ বছর মত হবে। তবে লাশটি বেশ কিছুদিন। লাশ পানিতে থাকায় সামনের অংশ পোচে গেছে। তবে নাম পরিচয়ের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এ বিষয়ে ভেড়ামারা থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা যায়।