ভেড়ামারা প্রতিনিধি : কুষ্টিয়া ভেড়ামারা উপজেলার সাতবাড়ীয়া বড় মসজিদের গেইট মেইন রোডের পাশে বোমার বিস্ফোরন ঘটনা ঘটেছে। আজ দুপুরে মসজিদের পাশে বিকট শব্দে আতংকিত আশে পাশের মানুষ। তবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় আজ দুপুরের দিকে ভেড়ামারা বড় মসজিদের কাছে একটি বোমার বিষ্ফোরণের বিকট শব্দে ভয়ে আতংক হয়ে উঠে। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে দ্রুত এসে বোমার বিস্ফোরণের আলামত খুজতে থাকে।
এ বিষয়ে ভেড়ামারা ওসি জানান দুপুরের দিকে একটি বিস্ফোরণ খবর পুলিশের কাছে এসেছে। ঘটনাস্থলে পুলিশ গেলে বিস্ফোরণের কোন আলামত পাওয়া যায়নি। তবে এ বিষয়ে তদন্ত চলছে বলে তিনি জানান।