আরাফাত হোসেন : জমকালো আয়োজনের মধ্য দিয়ে উৎসব মুখর পরিবেশে কুষ্টিয়া কবি আজিজুর রহমান সড়ক ব্যবসায়ী সমাজ কল্যান সমিতির ২০২১-২৩ দ্বি বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ২০ নভেম্বর সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত কবি আজিজুর রহমান সড়কে অবস্থিত ব্যবসায়ী সমিতির কার্যালয়ে এই ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। প্রতি ২ বছর পর পর এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে ১৭ সদস্য বিশিষ্ট ২ টি প্যানেলে বিভক্ত হয়ে মোট ৩৪ জন নির্বাচনে অংশ গ্রহন করেন। একটি হচ্ছে সালাম-আতিয়ার -বাবু পরিষদ প্যানেল এবং অপরটি বিল্লাল-রিপন-ডালিম- মিন্টু পরিষদ প্যানেল। নির্বাচনে সভাপতি হিসেবে হাজী আব্দুস সালাম ও সাধারন সম্পাদক হিসেবে বাবু আব্দুল ওয়াদুদ খান বাবু সহ পুরো প্যানেল বিপুল ভোটের মাধ্যমে জয়যুক্ত হয়েছেন।
সভাপতি হিসেবে হাজী আব্দুস সালাম, সহ-সভাপতি মোঃ আতিয়ার রহমান, সহ-সভাপতি হাসিবুর রহমান বাবু,সাধারন সম্পাদক মোঃ আব্দুল ওয়াদুদ খান বাবু,যুগ্ন -সম্পাদক খন্দকার জাহাংগীর আলম, সাংগঠনিক সম্পাদক মোঃ আলী আজম, অর্থ সম্পাদক মোঃ মিজানুর রহমান,দপ্তর সম্পাদক সোহেল রানা, ধর্ম সম্পাদক কাজী মাহাবুব রহমান,প্রচার সম্পাদক প্রবীর কুমার বিশ্বাস, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ আব্দুল ওহাব, কার্য নির্বাহী সদস্য পদে
মোঃ আনিসুজ্জামান, আব্দুল হালিম, ডাঃ মহিউদ্দিন,মোঃ শহিদুল ইসলাম,মোঃ আব্বাস আলী, মোঃ সোহেল রানা নির্বাচিত হয় ।
হাজী আব্দুস সালাম টানা ষষ্ঠবারের মত বিপুল পরিমান ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করছেন। কবি আজিজুর রহমান ব্যবসায়ী সমাজ কল্যান সমিতির মোট ভোটার সংখ্যা ৫১১ জন। নির্বাচনের ভোটগ্রহনের শেষ সময় পর্যন্ত মোট ৪৯৭ টি ভোট পোল হয়। সকাল থেকেই সাধারন ভোটাররা সারিবদ্ধ হয়ে লাইনে দাঁড়িয়ে সুষ্ঠুভাবে ভোট দিয়েছেন। উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহন হওয়ায় সাধারন ভোটারদের উপস্থিতিও ছিলো ব্যাপক। সম্পুর্ন নির্বাচনটি সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত ছিলো এবং ভোট কেন্দ্রের বাইরে রাস্তার পাশে ভিডিও প্রোজেক্টরের মাধ্যমে সাধারন জনগনকে সরাসরি দেখানো হয়েছে। অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন কুষ্টিয়া জেলা ও দায়রা জজ কোর্টের অতিরিক্ত এপিপি এ্যাডভোকেট জাহাংগীর আলম গালীব। এ ছাড়াও নির্বাচনে যেকোন ধরনের সহিংসতা রোধের লক্ষ্যে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ সাব্বিরুল আলমের নেতৃত্বে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছিলো।
এ বিষয়ে সভাপতি হাজী আব্দুস সালামের সাথে কথা বললে তিনি বলেন, মোহিনী মিলস কেন্দ্রিক এই এলাকা মোহিনী মিলস বন্ধ হওয়ার পরে দরিদ্র অসহায়দের এলাকায় পরিনত হয়। বর্তমানে কবি আজিজুর রহমান সড়ক ব্যবসায়ী সমিতির মধ্যে ছোট ছোট কুটির শিল্প গড়ে উঠেছে। প্রায় ১০ হাজার লোক এখানে বসবাস করে এবং এই কুটির শিল্পের মাধ্যমে হাজারো মানুষের কর্মসংস্থান হয়েছে। এই সমিতির অধিনে গার্মেন্টস ব্যবসা রয়েছে,ইলেকট্রনিকস সহ ভাংড়ীর ব্যবসা রয়েছে। এই ব্যবসায়ীদের যেকোন ধরনের বিপদে আপদে পাশে থেকে সেবা করার লক্ষেই এই ব্যবসায়ী সমাজ কল্যান সমিতি। আমি সভাপতি নির্বাচিত হয়ে মানুষের পাশে সব সময় থেকে সেবা করেছি তাই সবাই আমাকে এবারও ভোট দিয়ে নির্বাচিত করেছে। আমি আজীবন এভাবেই সবার পাশে থেকে সেবা করতে চাই।