অন্তর, কুষ্টিয়া: নানা আয়োজনের মধ্যে দিয়ে দক্ষিন পশ্চিমের সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান ইসলামী বিশ^বিদ্যালয়ের ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। আজ বেলা ১১টায় ইসলামী বিশ^বিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠাবার্ষিকী পালনের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. শেখ আব্দুস সালাম। পরে ক্যাম্পাসে একটি বিশাল আনন্দ শোভাযাত্রা র্যালি বের হয়। এতে ঢোল ঢগর আর বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে শিক্ষার্থীরা, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা অংশ নেয়। ব্যান্ড পার্টির তালে তালে আনন্দ শোভাযাত্রাটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিন করে। পরে প্রশাসনিক ভবনের নিচে সংক্ষিপ্ত আলোচনা করেন বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শেখ আব্দুস সালাম, এছাড়াও বক্তব্য রাখেন উপ-উপাচার্য প্রফেসর ড.মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভুঁইয়া প্রমুখ।
উল্লেখ্য, অনেক আন্দোলন সংগ্রামের পর ৪৩ বছর আগে আজকের দিনে কুষ্টিয়া ও ঝিনাইদহ শহরের মাঝামাঝি কুষ্টিয়াঞ্চলের শান্তিডাঙ্গায় ইসলামী বিশ^বিদ্যালয় প্রতিষ্ঠা হয়। বর্তমানে বিশ^বিদ্যালয়টি দক্ষিন পশ্চিমাঞ্চলের সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান।