মিরপুর প্রতিনিধি : কুষ্টিয়া মিরপুর থানার পিছনে দিকে ট্রলিকে সাইড দিতে গিয়ে ট্রাক পানিতে পড়ে যায়। আজ সকালের দিকে এ ঘটনা ঘটে। তবে এ বিষয়ে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
স্থানীয় সূত্রে জানা যায় ভেড়ামারা থেকে সিমেন্ট বোঝায় করে মিরপুরে আসার পথে মিরপুর থানার পিছনের কতাক্ষ জিকে ক্যানালের রাস্তার উপর একটি অবৈধ যান ট্রলিকে সাইড দিতে গেলে ট্রাকের চাকা মাটিতে পড়ে এবং নিয়ন্ত্রণ হারিয়ে দুইটি ঘুরপাকে খেয়ে পানিতে পড়ে যায়। পরে স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থলে এসে ট্রাকটি উদ্ধার করা হয়।