ভেড়ামারা প্রতিনিধি : কুষ্টিয়ার ভেড়ামারার বিশিষ্ট ইটভাটা ব্যবসায়ী ও উপজেলা জাতীয় যুবজোটের সহ-সভাপতি মাসুদ পারভেজকে কুপিয়ে গুরুতর আহত করেছে দূর্বৃত্তরা। বর্তমানে সে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। আহত মাসুদ পাভেজ বলেন, বৃহস্পতিবার রাত আনুমানিক ১২টার দিকে ব্যবসায়ীক কাজ শেষে বাড়ি ফেরার পথে শহরের কাচারিপাড়া ৪ রাস্তার মোড়ে দূর্বৃত্তরা তার মাথাসহ বিভিন্ন জায়গায় হাত কুড়াল দিয়ে এলোপাথারী কুপিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা গুরুত্বর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। হামলাকারীদের গ্রেফতারসহ কঠোর শাস্তির দাবী করে, মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান জানান, ধারনা করা হচ্ছে পূর্ব শত্রæতার জেরে মাসুদ পারভেজের উপর হামলার ঘটনা ঘটতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে থানায় এখনো কোন অভিযোগ দেয়া হয়নি। অভিযোগ পেলেই তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা নেয়া হবে।