1. riajul.kst1@gmail.com : riajul :
  2. riajul.kst@gmail.com : riajul.kst@gmail.com :
মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :

স্বামীর প্রেমিকাকে হাতে নাতে ধরে পুলিশে দিলেন স্ত্রী

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১
  • ২১২ বার নিউজটি পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : হোটেলের কক্ষে স্বামীর সঙ্গে তার প্রেমিকাকে হাতেনাতে ধরে বেদম পেটালেন স্ত্রী। রাস্তায়ই ফেলে মেরে টেনে হিঁচড়ে অভিযুক্ত তরুণীকে নিয়ে যাওয়া হয় থানায়। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) ভারতের আসানসোলে এ ঘটনা ঘটে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
লিশের বরাতে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, আসানসোলের বাসিন্দা মোহনলাল। পেশায় ব্যবসায়ী তিনি। মোহনলাল পরকীয়ায় জড়িয়েছিলেন বলে অভিযোগ। কিন্তু বিষয়টি জানতে পেরে যান তার স্ত্রী। এরপরই অশান্তি শুরু হয় দম্পতির মধ্যে। স্ত্রী একাধিকবার সতর্ক করেন মোহনলালকে। তা সত্ত্বেও কোনো লাভ হয়নি। এদিকে স্বামীর ওপর নজরদারি চালাতে থাকেন গৃহবধূ। বৃহস্পতিবার আসানসোলের বার্নপুরের একটি হোটেলে প্রেমিকার সঙ্গে স্বামীকে উদ্ধার করেন ওই নারী। সেখানেই ওই তরুণীর ওপর হামলা চালান তিনি।
ভিডিওতে দেখা যায়, হোটেল থেকে মারতে মারতে রাস্তায় বের করে আনা হয় তরুণীকে। হাতে থাকা হেলমেট দিয়ে বেধড়ক মারধর করা হয় তাকে। ক্রমাগত পেটে লাথি মারা হয়। ঘটনাটি নজরে পড়তেই রাস্তায় ভিড় করেন স্থানীয়রা। কেউ কেউ মোবাইলে ভিডিও করেন। সেই ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিকমাধ্যমে।
জানা গেছে, মারধর করতে করতে ওই তরুণী ও স্বামীকে থানায় নিয়ে যান স্ত্রী। এ ঘটনায় হোটেলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। তবে এ বিষয়ে মুখ খোলেনি হোটেল কর্তৃপক্ষ। পাশাপাশি এই ঘটনায় ব্যবসায়ী, তার স্ত্রী, প্রেমিকা কেউই কোনো মন্তব্য করেননি। এদিকে, দুজনকেই আটক করে আসানসোল দক্ষিণ থানার পুলিশ। পরে তাদের থানা থেকেই জামিন দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর ....

All rights reserved © 2020 tajasangbad.com
Design & Developed BY Anamul Rasel
x
error: Content is protected !!