এস,আর শরিফুল ইসলাম রতন, লালমনিরহাট : লালমনিরহাটের আদিতমারী উপজেলার পূর্ব দৈলজোর এলাকায় ট্রেনের ধাক্কায় শতবর্ষী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার (১৩ ডিসেম্বর) সকাল ৯ টার দিকে এ দূর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম ইয়াকুব আলী(১০০)। তিনি জেলার আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী ইউনিয়নের পূর্ব দৈলজোর এলাকার বাসিন্দা।
এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত ব্যক্তি সোমবার তার ছোট ছেলের বাড়িতে সকালে খাওয়াদাওয়া শেষে নিজ বাড়ি ফিরছিলেন। স্থানীয়রা জানায় ঐ ব্যক্তি কানে শুনতো না। ট্রেন আসার শব্দ শুনতে পায়নি। পরিবার সূত্রে জানা যায়, ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যুর বিষয়টি রেল কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
আরও পড়ুন