আরাফাত হোসেন, কুষ্টিয়া:
কুষ্টিয়ার ইবির ১১ মাইল নামক স্থানে অজ্ঞাত গাড়ীর চাপায় অবসর প্রাপ্ত সেনাবাহিনীর সদস্য নাসির উদ্দিন (৫৫) নামে একজন নিহত হয়েছেন। আজ সন্ধ্যা ৭.৩০ মিনিটের সময় এ ঘটনা ঘটে। সে মধুপুর ফকিরপাড়া গ্রামের নওশের আলীর ছেলে নাসির উদ্দিন।
স্থানীয় সূত্রে জানা যায় সন্ধ্যার দিকে নাসির উদ্দিন রশিদ এগ্রোর সিকিউরিটি ইনচার্জ দায়িত্বরত ছিলেন। আজ ডিউটি শেষ করে মোটর সাইকেল যোগে বাড়ী ফেরার পথে উক্ত স্থানে লাশ পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয় হাইয়ে পুলিশকে খরব দিলে ঘটনাস্থল থেকে নাসির উদ্দিন এর লাশ ও তার ব্যবহৃত মোটর সাইকেল উদ্ধার করে। পরে নাসির উদ্দিন লাশ ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে
প্রেরণ করেন।
এ বিষয়ে হাওয়ে পুলিশ অফিসার তাজা সংবাদকে জানান নাসির উদ্দিন একজন সেনাবাহিনীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং সেনাবাহিনী চাকুরীর মেয়াদ শেষ হলে তিনি রশিদ এগ্রো সিকিউরিটি ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন। তবে তাকে কে ট্রাক বা বাস চাপা দিয়েছে জানা সম্ভব হয়নি। অতিসত্তর তদন্ত সাপেক্ষে আইনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে তিনি জানান।