1. riajul.kst1@gmail.com : riajul :
  2. riajul.kst@gmail.com : riajul.kst@gmail.com :
শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনাম :

কুষ্টিয়ায় নির্বাচন নিয়ে দুপক্ষের হামলায় পুলিশসহ আহত-১০

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১
  • ৬২৩ বার নিউজটি পড়া হয়েছে

আরাফাত হোসেন, কুষ্টিয়া : কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল ইউনিয়নে নির্বাচনী সহিংসতায় নৌকার সমর্থকদের হামলায় স্বতন্ত্র প্রার্থী ও পুলিশসহ অন্তত ১০জন আহত হয়েছেন। আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রতিবাদে স্বতন্ত্র প্রার্থীর কর্মী সমর্থকরা সড়ক অবরোধ করে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায় দুপুর পৌনে ১২টার দিকে বটতৈল ইউনিয়নের দোস্তপাড়া নামক স্থানে স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান ওরফে মিন্টু ফকিরের নেতৃত্বে একটি মোটরসাইকেল র‌্যালী পৌছানমাত্র ওই ইউনিয়নের নৌকার প্রার্থী এমএ মোমিন মন্ডলের কর্মী সমর্থকরা দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে স্বতন্ত্র প্রার্থী মিন্টু ফকির ও তার কর্মী সমর্থকদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে স্বতন্ত্র প্রার্থী মিন্টু ফকিরসহ অন্তত ৬জন আহত হন। তাদের কয়েকজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী মিন্টু ফকিরের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
এদিকে এঘটনার প্রতিবাদে স্বতন্ত্র প্রার্থী মিন্টু ফকিরের কর্মী সমর্থকরা কুষ্টিয়া-আলমডাঙ্গা সড়ক অবরোধ করে। তাদের অভিযোগ নৌকার প্রার্থী এমএ মোমিন মন্ডলের নির্দেশেই এই হামলা চালানো হয়েছে। পরবর্তি সহিংসতা এড়াতে এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্কাবস্থানে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এ সময় ইটের আঘাতে পুলিশের দুই সদস্য গুরুতর আহত হন। পরে র‌্যাব ও অতিরিক্ত পুলিশ পাঠিয়ে পুলিশের ফাঁকা গুলি এবং টিয়ারসেল নিক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর ....

All rights reserved © 2020 tajasangbad.com
Design & Developed BY Anamul Rasel
x
error: Content is protected !!