1. riajul.kst1@gmail.com : riajul :
  2. riajul.kst@gmail.com : riajul.kst@gmail.com :
বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম :

কুষ্টিয়ায় পদ্মায় তীব্র ভাঙন, হুমকির মুখে মহা সড়ক

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১
  • ২৫৪ বার নিউজটি পড়া হয়েছে

অন্তর, কুষ্টিয়া : পানি কমে যাওয়ার সঙ্গে সঙ্গে পদ্মা নদীর ভাঙন তীব্র আকার ধারণ করেছে। কুষ্টিয়ার মিরপুর উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সাহেবনগর এলাকায় পদ্মা নদীতে ভাঙন দেখা দিয়েছে। এতে নদী গর্ভে বিলীন হয়ে গেছে কয়েকশ একর ফসলি জমি।
প্রতিদিনই ৬০ থেকে ৭০মিটার নদীগর্ভে বিলীন হচ্ছে। নদী গর্ভে গেছে অনেকের বসতবাড়ি ও জমি। হুমকিতে রয়েছে আরও শত শত বিঘা ফসলি জমি, কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কসহ হাজারও বসতবাড়ি, সরকারি-বেসরকারি নানা স্থাপনা।
এদিকে জেলার বিভিন্ন এলাকায় পদ্মা নদীতে বন্যার পানি কমে কোন বন্ধ থাকলেও নদীর পানি কমায় আবারো ভাঙ্গন দেখা দিয়েছে।
ক্ষতিগ্রস্থ গ্রাম বাসীর দাবি দ্রæত ভাঙন রোধ না করা গেলে তাদের কয়েক হাজার একর আবাদি ফসলি নদীতে বিলীন হয়ে যাবে হুমকির মুখে তাদের অসংখ্য স্থাপনা ও তাই প্রশাসনের কাছে দ্রæত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
বহলবাড়ীয়া ইউনিয়ন এলাকার বাসিন্দা আশিক বলেন, নদীতে পানি কমে যাওয়ায় তীব্র ভাঙন দেখা দিয়েছে। প্রতিদিনই নদীর পাড় ৬০ থেকে ৭০মিটার নদীগর্ভে বিলীন হচ্ছে। এর সঙ্গে শত শত বিঘা ফসলি জমি নদীগর্ভে চলে যাচ্ছে। পদ্মার ভাঙন রোধে দ্রæত পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি।
বহলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা বিশ্বাস বলেন, বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের জানানো হয়েছে। তবে এখন পর্যন্ত কাজের কাজ কিছুই হয়নি। দ্রæত পদক্ষেপ না নিলে মহাসড়কও নদীগর্ভে বিলিন হয়ে যাবে।
মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাদের বলেন, বিষয়টি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের জানানো হয়েছে। তারা দ্রæত সময়ের মধ্যে পদক্ষেপ নিবেন বলে জানিয়েছেন।
এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ড কুষ্টিয়ার নির্বাহী প্রকৌশলী আফসার উদ্দিনের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি কল রিসিভ করেননি।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর ....

All rights reserved © 2020 tajasangbad.com
Design & Developed BY Anamul Rasel
x