আরাফাত হোসেন, কুষ্টিয়া :
কুষ্টিয়ার চর মিলপাড়ার নবনির্মিত ইকোপার্ক থেকে সবুজ হাসান (১৭) নামের এক কিশোরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার সকালের দিকে চর মিলাপাড়া এলাকার ইকোপার্ক থেকে সবুজের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে কুষ্টিয়া মডেল থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেন। নিহত সবুজ হাসান পূর্ব মিলপাড়া এলাকার হায়দার আলির ছেলে।
নিহতের বাবা হায়দার আলী বলেন একই এলাকার নুপুর নামে এক মেয়ের সাথে তার ছেলের ভালোবাসা ছিল। দুই পরিবারের ছেলে ও মেয়ের বিয়ের কথাবার্তা হলে মেয়ে বাবা মেয়ের পরীক্ষা থাকায় বিয়ের কার্যক্রম পিছিয়ে দেন। মেয়ের মোবাইল থেকে ছেলের মোবাইল ফোনে তার বাড়ীতে রাতে ডাকেন। তার ছেলে পরে আর বাড়ীতে ফিরে আসে নাই। স্থানীয়দের মুখে শুনতে পান ইকোপার্কের ভিতরে তার ছেলে সবুজ হাসানের রক্তাক্ত অবস্থায় লাশ পড়ে আছে। সে ধারণা করছেন তার ছেলেকে ডেকে নিয়ে ইকোপার্কের মধ্যে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে।
অতিরিক্ত পুলিশ গোলাম মোস্তফা ঘটনা পরিদর্শনকালে বলেন নবনির্মিত ইকোপার্কের এক কর্ণার থেকে একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে এ লাশের বিষয়ে আমরা দ্রæতভাবে তদন্ত ব্যবস্থা গ্রহণ হয়েছে। ইকোপার্কে এ ধরনের ঘটনা আর ঘটতে না পারে সে ব্যাপারে নজর দেওয়া হবে। এ কর্মকান্ডের সাথে যেই জড়িত থাকুক না কেন আইনের মাধ্যমে তাদের শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।