কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার মিরপুর ও ভেড়ামারা উপজেলার ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেযারম্যানগণের শপথ গ্রহণ অনুষ্ঠান আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকারের উপ-পরিচালক মৃনাল কান্তি দে’র সভাপতিত্বে শপথ অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম এবং নবনির্বাচিত চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন নব নির্বাচিত চেয়ারম্যানগণকে তৃণমূলের জনগণের সাথে সুসম্পর্ক বজায় রেখে সরকারের গৃহিত নানা উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করতে হবে। জনগণের অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালনে সকল নবনির্বাচিত চেয়ারম্যানদের প্রতি আহবান জানান জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম। পরে প্রধান অতিথি ফুল দিয়ে নব নির্বাচিত সকল চেয়ারম্যানগণকে শুভেচ্ছা জানান।
উল্লেখ্য ভেড়ামারা উপজেলার ০৬জন ও মিরপুর উপজেলার ১১জনসহ মোট ১৭ জন নব নির্বাচিত চেয়ারম্যান শপথ গ্রহণ করেন।