1. riajul.kst1@gmail.com : riajul :
  2. riajul.kst@gmail.com : riajul.kst@gmail.com :
বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনাম :

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তির মেধাতালিকা প্রকাশ কাল

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১
  • ৪৯৮ বার নিউজটি পড়া হয়েছে

ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২০-২০২১ শিক্ষাবর্ষের প্রথম মেধাতালিকা প্রকাশ করা হবে শুক্রবার (৩১ ডিসেম্বর)। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হবে। এছাড়াও আগামী ৪ জানুয়ারি (মঙ্গলবার) থেকে গুচ্ছ পদ্ধতিতে বিভিন্ন ইউনিটে (এ, বি, ও সি) ভর্তি শুরু হবে।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথম মেধাতালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম আগামী ৪ জানুয়ারি থেকে ১১ জানুয়ারির মধ্যে সম্পন্ন করতে হবে। বিভাগসমূহে আসন খালি থাকা সাপেক্ষে ১৯ জানুয়ারি ২য় মেধা তালিকা প্রকাশ করা হবে। এদের ১৯ জানুয়ারি থেকে ২৫ জানুয়ারির মধ্যে ভর্তি হতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আসন খালি থাকলে ২ ফেব্রুয়ারি তৃতীয় মেধা তালিকা প্রকাশ করা হবে। এছাড়া অটোমাইগ্রেশনের ফলে বিভাগ পরিবর্তনের সুযোগ থাকবে। বিশেষ কোটায় শিক্ষার্থীদের ভর্তির আবেদন প্রক্রিয়া আগামী ৫ জানুয়ারি থেকে শুরু হয়ে চলবে ১২ জানুয়ারি পর্যন্ত।
গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে ফলাফল প্রাপ্ত শিক্ষার্থীগণ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফাইন আর্টস বিভাগে ভর্তির জন্য আগামী ৫ জানুয়ারি থেকে ১২ জানুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন করা যাবে। আবেদন করতে কোন ফি দিতে হবে না।
এছাড়া ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীগণ বিভাগীয় শর্ত পুরণ সাপেক্ষে শুধুমাত্র উক্ত ইউনিটের বিভাগসমূহের মধ্যে আবেদন করতে পারবে। যা আগামী ৫ জানুয়ারি শুরু হয়ে চলবে ১২ জানুয়ারি পর্যন্ত। আবেদন প্রক্রিয়াকরণ ফি ৫০০ টাকা অগ্রণী ব্যাংকে জমা দিয়ে আবেদন ফরম সংগ্রহ করে যথাযথভাবে পূরণ করে সংশ্লিষ্ট দপ্তরে জমা দিতে হবে।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর ....

All rights reserved © 2020 tajasangbad.com
Design & Developed BY Anamul Rasel
x