অনলাইন ডেস্ক : হাটহাজারীতে গরম পানিতে ঝলসে গিয়ে কাজিমুল হাবিব (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটি তিনদিন চিকিৎসাধীন ছিলেন। বুধবার (২৯ ডিসেম্বর) ভোরে মারা যায়। সে হাটহাজারী উপজেলার বুড়িশ্চর ইউনিয়নের বুড়িশ্চর বাজার এলাকার প্রবাসী ইমরান হোসেনের পুত্র। আগুনে ঝলসে যাওয়ার পর তাকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছিল।
পারিবারিক সূত্রে জানা যায়, গত রবিবার (২৬ ডিসেম্বর) দুপুরে শিশুটির মা গোসলের জন্য রান্নাঘরে একটি বালতিতে গরম পানি রাখে। মাকে খুঁজতে গিয়ে কৌতূহলবশত চার বছরের শিশু কাজিমুল সেই পানিতে হাত দিতে গেলে গরম পানির বালতি উপুর হয়ে পড়ে তার পুরো শরীর ঝলসে যায়। আহত অবস্থায় তাকে প্রথমে চমেক হাসপাতালে এবং পরে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে তিনদিন চিকিৎসাধীন থাকার পর বুধবার ভোরে শিশুটি মারা যায়। এদিকে বুড়িশ্চর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাহিদ হোসাইন বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।
এ সময় তিনি বলেন, শীতকালে অনেকেই গরম পানিতে গোসল করেন। তবে বাড়িতে শিশু থাকলে পরিবারের সদস্যদের সতর্ক থাকা উচিত।