1. riajul.kst1@gmail.com : riajul :
  2. riajul.kst@gmail.com : riajul.kst@gmail.com :
বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম :

মেক্সিকোতে বন্দুকহামলায় শিশুসহ নিহত ৮

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১
  • ৩৬৮ বার নিউজটি পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক :
উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে বন্দুকহামলার ঘটনায় অন্তত আটজনের প্রাণহানি ঘটেছে। এদের মধ্যে দুই শিশুও ছিল। দেশটির মধ্যাঞ্চলে প্রতিদ্বন্দ্বী মাদক কারবারিদের মধ্যে দ্বন্দ্ব থেকেই ঘটনাটি ঘটেছে বলে স্থানীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।ব্রিটিশ মিডিয়া বিবিসি নিউজ বলছে, মোটরবাইকে চেপে দুই বন্দুকধারী হামলাটি চালিয়েছে। আঞ্চলিক প্রসিকিউটরের কার্যালয় থেকে জানানো হয়, মঙ্গলবার স্থানীয় সময় দিবাগত রাতে গুয়ানাজুয়াতো রাজ্যের সিলাও পৌরসভার একপি বাড়ি লক্ষ্য করে গুলি চালায় হামলাকারীরা। হামলায় এক বছর বয়সী এক শিশু এবং ১৬ বছর বয়সী আরেক কিশোরীও প্রাণ হারিয়েছে বলে নিশ্চিত করা হয়েছে।

সান্তা রোজা ডে লিমা এবং জেলিসকো নিউ জেনারেশন নামে প্রতিদ্বন্দ্বী মাদক কারবারিদের মধ্যে দীর্ঘদিন যাবত লড়াইয়ের কারণে গুয়ানাজুয়াতো দেশটির অন্যতম সহিংস এলাকায় পরিণত হয়েছে। বিশ্লেষকদের মতে, মাদক পাচার এবং জ্বালানি কালোবাজার নিয়ন্ত্রণের জন্য মূলত লড়াই করে আসছে এসব প্রতিদ্বন্দ্বী গ্যাংগুলো। এর আগে গেল নভেম্বর মাসে প্রায় একই ধরনের দুটি হামলার ঘটনায় ১১ জন প্রাণ হারিয়েছিলেন। দেশটির সিলাও শহরে ওই আক্রমণের ঘটনাগুলো ঘটে।
আরও পড়ুন : ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তির মেধাতালিকা প্রকাশ কাল

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তির মেধাতালিকা প্রকাশ কাল

উল্লেখ্য, ২০০৬ সাল থেকে মেক্সিকো সরকার মাদকবিরোধী সামরিক অভিযান শুরু করে। যদিও তা নিয়ে পরবর্তীকালে বেশ বিতর্ক শুরু হয়। সরকারি হিসাব অনুযায়ী- দেশটিতে এখন পর্যন্ত তিন লাখের অধিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর ....

All rights reserved © 2020 tajasangbad.com
Design & Developed BY Anamul Rasel
x