কুমারখালী প্রতিনিধি : কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার সদকী ইউনিয়নের মঠ মালিয়াট গ্রামে খেজুরের গাছ থেকে নিচে পড়ে এক গাছির মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার সকালে গাছি আলিমদ্দি শেখের ছেলে আছের আলী শেখ (৬৫) খেজুরের রস সংগ্রহের জন্য গাছ কাটতে গিয়ে উপর থেকে পরে মারাত্মক আহত হন। আজ শনিবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এলাকাবাসী জানান, দীর্ঘদিন যাবত আছের আলী শীত মৌসুমে খেজুরের গাছ থেকে রস সংগ্রহ করে বিভিন্ন বাড়িতে বিক্রি করতেন। ঘটনার দিন গত বৃহস্পতিবার তিনি মালিয়াট গ্রামে খেজুর গাছে উঠেন রস সংগ্রহের জন্য।
এসময় তার মাজায় বাঁধা রশি খুলে গিয়ে তিনি নিচে পড়ে যাবার সময় তার হাতে থাকা ধারালো দা (ছ্যান) পায়ের মধ্যে ঢুকে গিয়ে গভীর ক্ষত সৃষ্টি হয়। মারাত্মক আহত অবস্থায় তাকে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়।
সদকী ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে খেজুর গাছ থেকে রস সংগ্রহ করা গাছির সংখ্যা লোপ পেয়েছে। গাছি আছের আলী বৃদ্ধ বয়সেও প্রচন্ড শীত উপেক্ষা করে প্রতিবছর খেজুরের রস বিভিন্ন বাড়িতে বিক্রি করতেন। তিনি বৃহস্পতিবার গাছ থেকে পরে গিয়ে মারাত্মক আহত হন এবং শনিবার মারা যান।