কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া শহরের হাউজিং এ বøক এলাকা থেকে আনিস (৩৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। আজ বুধবার সকালের দিকে এই ঘটনা ঘটে। সে মোল্লাতেঘরিয়া গ্রামের মৃত ওয়াহেদ আলীর ছেলে আনিস। ভোরে দিকে হাউজিং এ বক্লকে স্থানীয়রা একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় আনিস নেশাগ্রস্থের কারণে ১০ বছর তার পরিবার থেকে বিচ্ছিন্ন ছিল। গত শুক্রবারও আনিস হাউজিং এলাকায় একটি মসজিদে তার লিভার এবং কিডনির নষ্টের কথা বলে সাধারণ মানুষের কাছে সাহায্য নেয়।
এলাকাবাসী ও নিহতের পরিবার প্রাথমিক জানিয়েছেন অধিকাংশই নেশাগ্রস্থ হবার কারণে তার মৃত্যু হতে পারে বলে ধারণা করছেন।
এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ সাব্বির আলম বিষয়টি নিশ্চিত করে বলেন ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে পুলিশ প্রাথমিকভাবে তদন্ত চলছে তদন্তের পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।