আরাফাত হোসেন, কুষ্টিয়া : দিন দিন ড্রাম ট্রাকের চাপায় মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। আজও কুষ্টিয়ায় সড়ক দূর্ঘটনায় ভ্যানচালকসহ ২জন নিহত হয়েছে। আজ দুপুরের দিকে বৃত্তিপাড়া বাসষ্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ভ্যান চালক ওসমান (৬০) চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার জামজামি গ্রামের মোহাম্মদ আলীর ছেলে ছলেমান (৪০) এবং আহত হয়েছেন আরও দুইজন, বর্তমানে তারা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে বিষয়টি নিশ্চিত করেছেন হাউওয়ে থানার ওসি ইদ্রিস আলী।
স্থানীয় সূত্রে জানা যায় নিহতরা হলেন পেশাদার গরু মাংসের কাজ করে থাকেন। সকালের দিকে বাড়ী থেকে ভ্যান যোগে বৃত্তিপাড়া বাজারে আসার পথে অপর দিকে ঝিনাইদহ থেকে ছেড়ে আসা ড্রাম ট্রাক বৃত্তিপাড়া নামক স্থানে পৌছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীসহ পাখী ভ্যানকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ভ্যান চালক ওসমান মারা যান। তিনজন যাত্রী গুরুত্ব জখম হলে স্থানীয়দের সহযোগিতায় তাদেরকে হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন থাকা অবস্থা আরও ছলেমান নামে আরও একজনের মৃত্যু হয়। পরে ঘটনাস্থলে পুলিশ এসে ভ্যান চালকের মরদেহ উদ্ধার করে ময়নাতন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করেন।
এদিকে গতকাল সন্ধ্যার দিকে শ্মাশান ঘাট গড়াই নদী থেকে বোঝাইকৃত বালু বাহী ট্রাক রাস্তা পার হবার সময় অনিক সাহা (৮) নামে এক স্কুল ছাত্রকে চাপা দিলে ঘটনাস্থলে শিশুটির মৃত্যু হয়।
এ বিষয়ে হাউওয়ে থানার ওসি ইদ্রিস আলী বলেন দিন দিন ড্রাম ট্রাকের অদক্ষ চালক থাকার কারণে সড়ক দূর্ঘটনা ঘটছে। আমরা অনেকটায় নিয়ন্ত্রণে এনেছি এ পর্যন্ত প্রায় ১০ টি ড্রাম ট্রাককে জরিমানা করেছি।
উল্লেখ্য যে, এর ৫দিন আগে ভাদালিয়া বাজার ও দৌলতপুরে ড্রাম ট্রাকের চাপায় ৮ নিহত হয়েছেন।