1. riajul.kst1@gmail.com : riajul :
  2. riajul.kst@gmail.com : riajul.kst@gmail.com :
বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম :

কুষ্টিয়ায় ১০ চাকার ড্রাম ট্রাকের জরিমানা

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২
  • ৩৪০ বার নিউজটি পড়া হয়েছে

অন্তর, কুষ্টিয়া : যত্র তত্র দশ চাকা’র ড্রাম ট্রাকের ব্যবহার বেড়ে গেছে। মহাসড়কের ব্যবহার কাজে ব্যবহৃত ড্রাম ট্রাক এখন শহরের রাস্তায় অবাধে চলাচল করছে। ফলে আতংকের পাশাপাশি জানযট এবং রাস্তার আয়ুকাল কমছে। এসব ট্রাক এখন কুষ্টিয়া শহরের বিভিন্ন বালু মহাল থেকে অবাধে বালু পরিবহন করছে শহরের আনাচে-কানাচে। আজ সকালের দিকে ১০ চাকার ড্রাম ট্রাক দিয়ে অবৈধভাবে বালু সরবরাহ করায় পাঁচ ড্রাম ট্রাকের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বটতৈল বাইপাস মোড়ে এই জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। আদালতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট সবুজ হাসান।
জানা গেছে, চলতি বছরের শুরু থেকে গড়াই নদীর ঘাটটি ইজারা নেয়ার পর থেকে ১০ চাকার ড্রাম ট্রাক দিয়ে অবৈধভাবে বালু বিভিন্ন স্থানে সরবরাহ বেড়ে আসছে এবং প্রতিদিন সড়ক দূর্ঘটনা বেড়ে যাওয়ায় ৬টি ড্রাম ট্রাক আটক করা হয়। পরে ট্রাকের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করে ট্রাক গুলো ছেড়ে দেয়া হয়।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সবুজ হাসান বলেন সড়ক দূর্ঘটনা এড়াতে আজ থেকে প্রতিদিন নিয়মিত জেলা প্রশাসকের নির্দেশনায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় সরকারের আদেশ অমান্য করায় ৬ টির মধ্য ৫ টিকে ৫ হাজার করে মোট ২৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে বলে তিনি জানান। তিনি আরও বলেন কুষ্টিয়া সড়ক দূর্ঘটনা বেড়ে যাওয়ায় তাদের এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর ....

All rights reserved © 2020 tajasangbad.com
Design & Developed BY Anamul Rasel
x