1. riajul.kst1@gmail.com : riajul :
  2. riajul.kst@gmail.com : riajul.kst@gmail.com :
বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম :

মিরপুরে ফসলি জমির মাটি কেটে বিক্রি

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২
  • ২২৩ বার নিউজটি পড়া হয়েছে

আমলা অফিস : কুষ্টিয়ার মিরপুরে অবাধে ফসলি জমির মাটি কেটে বিক্রি অভিযোগ পাওয়া গেছে। ফলে উপজেলার ৩টি গ্রামের বসত বাড়ী, আবাদি জমি ও পল্লী বিদ্যুতের জাতীয় সঞ্চালনের লাইনের পোলসহ বিভিন্ন স্থাপনা হুমকীর মুখে পড়েছে। এলাকাবাসী সূত্রে জানায় উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের পদ্মনদী সংলগ্ন মুন্সিপাড়া থেকে নওদাখাদিমপুর সাহেবনগর চর পর্যন্ত একটি সংঘবদ্ধচক্র প্রায় ৫ থেকে ৭ কিলোমিটার ফসলি জমির মাটি কেটে এলাকার ইটভাটাসহ বিভিন্ন স্থানে বিক্রয় করছে। একটি চক্র ৭টি স্কোমিটার দিয়ে শত শত ড্রাম ট্রাকে ওই মাটি বিক্রয় করছে। এতে ওই ইউনিয়নের নওদাখাদিমপুর, সাহেবনগর ও মুন্সিপাড়া গ্রামের বসত বাড়ী, আবাদি জমি, পল্লী বিদ্যুতের জাতীয় সঞ্চালনের লাইনের পোলসহ বিভিন্ন স্থাপনা হুমকীর মুখে পড়েছে। যে কোন সময় পল্লী বিদ্যুতের জাতীয় সঞ্চালনের লাইনের পোল, ঘর-বাড়ি ও আবাদি জমি পদ্মনদীর গর্ভে বিলিন হতে পারে। এ থেকে পরিত্রান পেতে এলাকাবাসী কর্তৃপক্ষে আশু হস্তক্ষেপ কামনা করেছে।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর ....

All rights reserved © 2020 tajasangbad.com
Design & Developed BY Anamul Rasel
x