ক্রীড়া ডেস্ক : হিপে সমস্যার কারণে ৩ জানুয়ারির পর থেকে কোনো ম্যাচে খেলেননি ক্রিস্টিয়ানো রোনালদো। দুই ম্যাচ পর ব্রেন্টফোর্ডের বিপক্ষে ফের যখন মাঠে নামলেন, তখন গোল করতে ব্যর্থ হলেন। এরপর তাকে মাঠ থেকে তুলে নিলেন কোচ রাল্ফ র্যাগনিক। এতেই নিজের ক্ষোভ উগড়ে দিয়েছেন হতাশ পর্তুগিজ তারকা।
গতকাল বুধবার (১৯ জানুয়ারি) ম্যাচে ৭০ মিনিটে ম্যাসন গ্রিনউডের গোলে ২-০ তে এগিয়ে যায় ম্যানইউ। রোনালদোকে উঠিয়ে রক্ষণভাগের শক্তি বাড়াতে করতে হ্যারি ম্যাগুইরেকে মাঠে নামান কোচ র্যাগনিক। এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি রোনালদো। পর্তুগিজ তারকা যখন মাঠের বাইরে বের হচ্ছিলেন, তখন বিড়বিড় করে বলতে থাকেন, ‘কেন আমাকে? আমাকে কেন. আমাকেই কেন আপনি মাঠ থেকে তুলবেন?’ তারপরই মাটিতে জ্যাকেট ছুড়ে ফেলেন। ক্ষোভ তখনো কমেনি, সিড়ির প্রথম ধাপে একা বসে পড়েন পর্তুগাল অধিনায়ক। তাকে ঠাণ্ডা করতে সামনে এসে কিছু একটা বলেন র্যাগনিক।
গ্রিনউডের আগেপরে অ্যান্থনি এলগার ও মার্কাস র্যাশফোর্ডের গোলে ম্যাচটি ৩-১ এ জিতে দুই ম্যাচের জয়খরা কাটায় ম্যানইউ। কিন্তু তা ছাপিয়ে আলোচনায় রোনালদোর এমন প্রতিক্রিয়া। অবশ্য রোনালদোর এমন আচরণে অবাক হচ্ছেন না র্যাগনিক, ‘এটা স্বাভাবিক। একজন স্ট্রাইকার গোল করতে চায়। কিন্তু সে ছোট ইনজুরি থেকে ফিরেছে এবং মনে রাখতে হবে যে আমাদের সামনে আরো ম্যাচ আছে।’
তিনি বলেন, ‘আমি শুধু যে প্রতিক্রিয়া লক্ষ করেছি তা হলো সে আমার কাছে জানতে চাইছে, ‘কেন আমি?’ এবং আমি তাকে বলেছিলাম দলের স্বার্থে আমাকে সিদ্ধান্ত নিতে হতো। মাঠ থেকে উঠিয়ে নেওয়ার পর তার আলিঙ্গন আমি প্রত্যাশা করেছিলাম না, আমি জানতাম গোল করা খেলোয়াড়রা কিভাবে প্রতিক্রিয়া করে। ক্রিস্তিয়ানোকে নিয়ে আমার কোনো সমস্যা নেই, সে একটি চোট থেকে ফিরেছে এবং দেড় সপ্তাহ অনুশীলনও করেনি। কেন আমি বেঞ্চের খেলোয়াড় ব্যবহার করা উচিত হবে না?’