আরাফাত হোসেন, কুষ্টিয়া : কুষ্টিয়া মডেল থানা পুলিশের সফল অভিযানে পরিত্যাক্ত অবস্থায় একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭ টার সময় এই ঘটনা ঘটে।
পুলিশ সুত্রে জানা যায়, কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ সাব্বিরুল আলমের নেতৃত্বে মডেল থানা পুলিশের এসআই মেহেদী হাসান মুন্নু,এসআই রফিকুল ইসলাম, এসআই সাহেব আলী, এসআই দীপংকর, এএসআই আসাদ, কন্সট্রেবল সেলিম রেজা সহ সংগীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া সদর উপজেলার আইলচারা ইউনিয়নের নাজিরপুর এলাকায় অভিযান পরিচালনা করে পরিত্যাক্ত অবস্থায় একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করতে সক্ষম হয়।
কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ সাব্বিরুল আলমের সাথে মুঠোফোনের মাধ্যমে যোগাযোগ করা হলে তিনি নিশ্চিত করে বলেন, অভিযানে একটি বিদেশী পিস্তল, ১ রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে তবে কাউকে আটক করা হয়নি। এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানায় অস্ত্র নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।