আরাফাত হোসেন, কুষ্টিয়া : কুষ্টিয়ায় মিরপুর ও দৌলতপুর এলাকায় পৃথক সড়ক দূর্ঘটনায় দুজন নিহত হয়েছে। নিহতরা হলেন সিয়াম (১৭) ও উজ্জল (৩৫)।
এর মধ্যে আজ সকালের দিকে মিরপুর পার্শ্ববর্তী সাতগাছি গ্রামের বকুল বেপরোয়া গতিতে ষ্টিয়ারিং গাড়ি চালিয়ে স্থানীয় একটি ভাটায় যাওয়ার পথে হাওয়াখালি মাঠ এলাকায় পৌছালে মোটরসাইকেল আরোহী কিশোর সিয়াম ও ইদ্রিসকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে তারা আহত হলে স্থানীয় লোকজন সিয়াম ও ইদ্রিসকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে রওনা হলে পথের মধ্যে সিয়াম মারা যায় এবং ইদ্রিস নামে একজনকে ভর্তি করা হয়। নিহত সিয়াম মিরপুর উপজেলার চক ধুবইল গ্রামের দাউদের ছেলে।
অন্যদিকে দৌলতপুর উপজেলার আল্লারদর্গা বাজার এলাকায় মোটর সাইকেল যোগে বাড়ীতে ফেরার পথে ড্রাম ট্রাকের ধাক্কায় উজ্জল (৩৫) নামে একজন মদি দোকানদার ব্যবসায়ী নিহত হন। গত বৃহস্পতিবার রাতে দিকে এ ঘটনা ঘটে। রক্তাক্ত অবস্থায় তাকে ভেড়ামারা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান। নিহত উজ্জল ভেড়ামারা উপজেলার সাতবাড়ীয়া গ্রামের খতিবুর রহমানের ছেলে।
এ বিষয়ে মিরপুর থানার ওসি গোলাম মোস্তফা বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।