আরাফাত হোসেন, কুষ্টিয়া : কুষ্টিয়ার তৃতীয় দিনে দৌলতপুরে অবৈধ ৯টি ইটভাটায় পরিবেশ অধিদপ্তর অভিযান চালিয়েছে। অভিযানে কাঠ পোড়ানোসহ বিভিন্ন অনিয়মের কারনে ৯ ইটভাটায় মোট ২৯ লাখ টাকা জরিমানা আদায় করে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত ।
আজ মঙ্গলবার সকালে দৌলতপুর উপজেলায় এ অভিযান শুরু হয়। পরিবেশ অধিদপ্তর ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদা পারভীন এ অভিযান পরিচালনা করেন।
এসময় কুষ্টিয়া পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক আতাউর রহমান, সহকারি পরিচালক কমল কুমার বর্মনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে গত রবিবার ভেড়ামারা উপজেলায় ১৭ টি ইটভাটায় অভিযান চালিয়ে ৪৩ লাখ ১০ হাজার টাকা এবং মিরপুর ও সদর উপজেলার ১০টি ইট ভাটায় অভিযান চালিয়ে ১৮ লাখ টাকা জরিমানা আদায় করে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত।