1. riajul.kst1@gmail.com : riajul :
  2. riajul.kst@gmail.com : riajul.kst@gmail.com :
শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :

পদ্মা নদীর ভাঙন, মহাসড়ক, ফসলি জমি রক্ষায় এমপি ইনুর ফেসবুক পোস্ট

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ২৬ জানুয়ারী, ২০২২
  • ১৮৯ বার নিউজটি পড়া হয়েছে

কুষ্টিয়া প্রতিনিধি : পানি কমে যাওয়ার সঙ্গে সঙ্গে পদ্মা নদীর ভাঙন তীব্র আকার ধারণ করেছে। একারণে কুষ্টিয়ার মিরপুর-ভেড়ামারার উপজেলার কয়েকটি পয়েন্টে নদীতে ভাঙন দেখা দিয়েছে। বিশেষ করে মিরপুর উপজেলার তালবাড়ীয়া ইউনিয়ন, বারুইপাড়া, বহলবাড়ীয়া এবং ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের মুন্সিপাড়া অংশে পদ্মা নদীর পাড়ে অস্বাভাবিক ও ভয়াবহ ভাঙন অব্যাহত রয়েছে।
নদীগর্ভে বিলীন হয়ে গেছে কয়েকশ একর ফসলি জমি। এতে হুমকির মুখে পড়েছে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কসহ হাজারও বসতবাড়ি, সরকারি-বেসরকারি নানা স্থাপনা। শত শত বিঘা ফসলি জমিও।

মহাসড়ক রক্ষায় জরুরি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সংসদ সদস্য ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু। তিনি মঙ্গলবার সন্ধ্যায় তার নিজ ফেসবুক ওয়ালে বিষয়টি পোস্ট করেন।
ফেসবুক পোস্টে তিনি জানান, তার নির্বাচনী এলাকা মিরপুর উপজেলার তালবাড়ীয়া ইউনিয়ন,বারুইপাড়া ইউনিয়ন, বহলবাড়ীয়া ইউনিয়ন এবং ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের মুন্সিপাড়া অংশে পদ্মা নদীর পাড়ে অস্বাভাবিক ও ভয়াবহ ভাঙন অব্যাহত রয়েছে। ইতিমধ্যেই এসব ইউনিয়নে পদ্মার ভাঙনে অনেকের ঘরবাড়ি ও ফসলি জমি বিলীনের মুখে হয়ে গেছে। এই ভাঙনে খুলনা থেকে পাকশী-ভেড়ামারা পয়েন্টে পদ্মা নদীর উপর লালন সেতু হয়ে পঞ্চগড় পর্যন্ত মহাসড়ক ঝুঁকির মধ্যে পড়েছে। মিরপুর উপজেলার তালবাড়ীয়া ইউনিয়নের তালবাড়িয়া বালুঘাট, বারুইপাড়া ইউনিয়নের মির্জাপুর বালু মহল এবং বহলবাড়ীয়া ইউনিয়নের সাহেবনগর পয়েন্টে দ্রুত গতিতে পাড় ভাঙতে ভাঙতে পদ্মা নদী এই মহাসড়কের মাত্র ২৫০ থেকে ৩০০ মিটারের কাছাকাছি চলে এসেছে।
সেই পোস্টে আরও বলা হয়েছে, খুলনা-পঞ্চগড় মহাসড়ক মোংলা বন্দরসহ সমগ্র খুলনা বিভাগের সাথে রাজশাহী ও রংপুর বিভাগের যোগাযোগ,পণ্য পরিবহন, আমদানি-রপ্তানিসহ জাতীয় অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। জাতীয় গুরুত্বপূর্ণ জরুরী কর্তব্য বিবেচনা করে খুলনা-পঞ্চগড় মহাসড়ক রক্ষায় দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য পানিসম্পদ মন্ত্রণালয়সহ সরকারের সংশ্লিষ্ট সকল বিভাগের প্রতি আহ্বান জানান তিনি।
এদিকে জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়টি ফেসবুক পোস্ট করায় সাধুবাদ জানিয়েছেন অনেকেই।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর ....

All rights reserved © 2020 tajasangbad.com
Design & Developed BY Anamul Rasel
x
error: Content is protected !!