এনামুল হক ইমন, কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার কুমারখালীতে অজ্ঞান পার্টি সন্দেহে একজনকে আটক করে থানায় সোপর্দ করেছেন এলাকাবাসী। শনিবার দুপুরে জগন্নাথপুর ইউনিয়নের তারাপুর বাজারের চাউল ব্যবসায়ীকে অজ্ঞান করে পালানোর সময় তাকে আটক করা হয়।
স্থানীয় ব্যবসায়ী শুকুর জানান, তার পাশ্ববর্তী ব্যবসায়ী এরশাদ আলী (৭০) কে চেয়ারে সংজ্ঞাহীন অবস্থায় দেখে সবাই মিলে বিভিন্ন পন্থায় সংজ্ঞা ফেরানোর পর জানতে পারেন টাকা ভাঙানোর কথা বলে একজন ব্যক্তি পাঁচশত টাকার নোট এরশাদ আলীকে দিলে তিনি নোটটি পরীক্ষা করার জন্য চোখের কাছাকাছি নেবার সাথে সাথেই অজ্ঞান হয়ে যান। সবার প্রচেষ্টায় জ্ঞান ফেরার পর তার ড্রয়ারে রাখা ১৫ হাজার টাকা খুঁজে না পেলে। সকলে মিলে খোঁজাখুঁজির এক পর্যায়ে অজ্ঞানপার্টির ঐ ব্যক্তিকে গোপগ্রাম বাজার থেকে ধরে নিয়ে এসে তল্লাসী করে এরশাদ আলীর টাকা তার কাছে পাননি। তারা সন্দেহ করছেন অজ্ঞানপার্টির এই ব্যক্তির সাথে অনেকেই ছিলো হয়তো তাদের মাধ্যমে টাকা সরিয়ে ফেলেছে। তিনি আরো জানান এসময় জিজ্ঞাসাবাদে অজ্ঞানপার্টির ওই ব্যক্তি তার নাম লিটন এবং তার শশুড়বাড়ি ঝিনাইদহের আরাপপুর বলে জানান। পরবর্তীতে আটক ব্যক্তিকে কুমারখালী থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার জানান, আটক ব্যক্তি অজ্ঞান পার্টির সদস্য নয়। সে পুরাতন টাকা কেনার জন্য আসছিলো এলাকাবাসী তাকে অজ্ঞানপার্টি সন্দেহে আটক করে পুলিশে দিয়েছে।