অনলাইন ডেস্ক : বাণিজ্য মন্ত্রী টিুপ মুন্সী বলেছেন, রমজান মাসে পণ্যের দাম যেন না বাড়ে এ লক্ষ্যে খোলা বাজারে ন্যায্য মূল্যে পণ্য বিক্রির পরিমাণ বাড়ানো হবে। টিসিবি’র পণ্য বিক্রির পরিমাণও ডাবল করা হবে। রমজানের নিত্য পণ্যের দাম মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে বাজার মনিটরিং বাড়ানো হচ্ছে।
শনিবার (২৯ জানুয়ারি) বিকালে লালমনিরহাট শেখ শফি উদ্দিন কমার্স কলেজ মাঠে প্রধান অতিথি থেকে কম্বল, হ্যান্ডস্যানিটাইজ ও গাছের চারা বিতরণের পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে টিপু মুন্সি আরও বলেন, তিস্তা নদীকে ঘিরে সরকার মহাপরিকল্পনা গ্রহণ করেছে। সাড়ে ৮হাজার কোটি টাকার একটি প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা নিয়েছে সরকার। এটি বাস্তবায়ন হলে তিস্তা পাড় তথা রংপুর বিভাগের পর্যাপ্ত উন্নতি ঘটবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উত্তরাঞ্চলের উন্নয়নে বেশ আন্তরিক। আমরা তারই নির্দেশনায় কাজ করে যাচ্ছি।
এছাড়াও তিনি বলেন, লালমনিরহাটের ব্রান্ডিং ফসল ভুট্টার চাষাবাদ ব্যাপক। তাই এ জেলায় ভুট্টাজাত শিল্প কারখানা প্রতিষ্ঠার কাজ করা হচ্ছে। একই সাথে এ জেলায় অর্থনীতিক অঞ্চল গড়ে তোলার কাজও চলমান রয়েছে।
রোটারি ক্লাবের আয়োজনে কম্বল বিতরণ অনুষ্ঠানে লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান, জেলা চেম্বার অব কমার্সের সভাপতি শেখ আব্দুল হামিদ বাবু, অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম ও পৌর মেয়র রেজাউল করিম স্বপন উপস্থিত ছিলেন।