এস.আর শরিফুল ইসলাম রতন, লালমনিরহাট : লালমনিরহাটে ভিলেজ ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের উদ্যোগে পাঁচ শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার সকালে সদর উপজেলার দালালপাড়া গ্রামে হতদরিদ্র নারী, পুরুষ ও এতিমদের মাঝে প্রধান অতিথি হিসেবে এসব কম্বল বিতরণ করেন, জেলা প্রশাসক আবু জাফর। সাংবাদিক শামীম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট মতিয়ার রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা স্বপন, সদর উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান সুজনসহ অন্যান্যরা।