ক্রীড়া ডেস্ক: ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে ধাক্কা খেলো ভারত। সিরিজ শুরুর চারদিন আগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ওয়ানডে দলের সঙ্গে থাকা ক্রিকেটার ও সাপোর্ট স্টাফসহ ভারতের সাত সদস্য। ক্রিকেটারদের মাঝে রয়েছেন শিখর ধাওয়ান, শ্রেয়াস আইয়ার, রুতুরাজ গায়কোয়াড় এবং রিজার্ভে থাকা পেসার নবদীপ সাইনি। আর সাপোর্ট স্টাফের তিনজন হলেন ফিল্ডিং কোচ টি দিলীপ, সিকিউরিটি লিয়াজন অফিসার বি লোকেশ এবং থেরাপিস্ট রাজীব কুমার।
গত সোমবার (৩১ জানুয়ারি) আহমেদাবাদে পা রাখার পর দলে থাকা সবাইকে করোনা পরীক্ষা করানো হয়। পরীক্ষার পর ধাওয়ান ও সাইনি আবারো পজিটিভ আসে। দিলীপ এবং লোকেশেরও একই দিনে পজিটিভ এসেছে। প্রথম পরীক্ষায় উতরে যেতে পারলেও পরের পরীক্ষায় করোনা পজিটিভ এসেছে রুতুরাজের।
এদিকে করোনা আক্রান্ত হয়েছেন টি-টুয়েন্টি দলে থাকা অক্ষর প্যাটেলও। ফলে তাদের সবাইকে আইসোলেশনে পাঠানো হয়েছে। দুই ওপেনার ধাওয়ান ও রুতুরাজ করোনা আক্রান্ত হওয়ায় ভারতের ওয়ানডে দলে যুক্ত করা হয়েছে মায়াঙ্ক আগারওয়ালকে।
এক বিবৃতিতে বিষয়টি নিশ্চি করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। সিরিজের প্রথম ওয়ানডেতে অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে ওপেনিংয়ে দেখা যাবে আগারআওয়ালকে। চোটে কারণে দক্ষিণ আফ্রিকা সফরে না থাকলেও ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ফিরেছেন রোহিত।
ক্যারিবীয়দের বিপক্ষে ম্যাচ দিয়ে ওয়ানডে অধিনায়ক হিসেবে অভিষেক হতে যাচ্ছে রোহিতের। এদিকে বোনের বিয়ের কারণে প্রথম ওয়ানডে খেলা হচ্ছে না লোকেশ রাহুলের। সিরিজের দ্বিতীয় ওয়ানডে থেকে রাহুলকে পেতে আশাবাদী ভারত।