অনলাইন ডেস্ক : পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ বাংলাদেশের পশ্চিমাঞ্চল ও তৎসংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপে দক্ষিণাঞ্চলে অবস্থানের কারণে পঞ্চগড়ে বৃহস্পতিবার রাত থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত ও ঠান্ডা অব্যাহত রয়েছে।
শুক্রবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তবে বৃষ্টিপাতের পরিমাণ রেকর্ড হয়েছে ৩ মিলিমিটার।
আবহাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ বাংলাদেশের পশ্চিমাঞ্চল ও তৎসংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং মৌসুমের স্বাভাবিক লঘুচাপের দক্ষিণাঞ্চলে অবস্থানের কারণে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের বর্ষণও হতে পারে।
আরও পড়ুন : কুষ্টিয়ায় থামছেই না তামাকের আগ্রাসন: পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা
কুষ্টিয়ায় থামছেই না তামাকের আগ্রাসন: পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা
পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেল শাহ্ বলেন, আজ সকাল ৯টায় তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। তবে আকাশ মেঘলা থাকলেও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। তবে বৃষ্টির পরিমাণ বেশি না হলেও বাতাসের চাপ অব্যাহত রয়েছে।