শ্মশান ঘাট থেকে ছেড়ে আসা ড্রাম ট্রাক সাত সকালেই শাহ পাড়া মোড় লাহিনী বটতলা, বিদ্যুতের পোল ভেঙ্গে ফেলে। রাস্তাটি কুষ্টিয়া শহরের ভেতরে আসার রাস্তা। গত ১৪ জানুয়ারি একই জাগাই শিশু বাচ্চা নিহত হয়। কুষ্টিয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে ক’দিন থেমে থাকার পর আবারও বেপরোয়া ভাবে চলাচল শুরু করে ড্রাম ট্রাক! শ্মশান ঘাট থেকে ছেড়ে আসা বেপরোয়া গামী ড্রাম ট্রাক সাত সকালেই শাহ পাড়া মোড় লাহিনী বটতলায় বিদ্যুতের পোলে ধাক্কা দেইয়ে পোল ভেঙ্গে ফেলে । রাস্তাটি কুষ্টিয়া শহরের ভেতরে প্রবেশের গুরুত্বপূর্ণ রাস্তা।
এর আগে গত ১৪ জানুয়ারি একই জাগায় ওই শ্মশান ঘাট থেকে ছেড়ে আসা বালু ভর্তি ড্রাম ট্রাকে পিষ্ট হয়ে এক শিশু ছেলে নিহত হয়।
স্থানীয়রা জানান, এই ড্রাম ট্রাক ক্ষমতাসীন দলের এক নেতার ছেলের। সেও বেপরোয়া কেউ প্রতিবাদ করলে তাকে পুলিশ দিয়ে হয়রানী সহ মামলা দিয়ে শায়েস্তা করতেও পিছুপা হয় না। অথচ প্রতিনিয়ত ওভারলোট ক্করে সড়ক নষ্ট করছে, প্রতিদিন মানুষের জীবন কেড়ে নিচ্ছে এই ১০ চাকার ড্রাম ট্রাক। তবুও কেউ প্রতিবাদ করতে সাহস পাচ্ছে না কেউ……!!