দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে রাতের আঁধারে এক তামাকচাষির দেড় বিঘা জমির তামাক গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।
রবিবার (১৩ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান গ্রামে এই ঘটনা ঘটে। এই গ্রামের স্থানীয় প্রভাবশালীর ব্যক্তিরা তামাক চাষি জামিরুল ইসলামের ক্ষেতে তামাক গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। তাদের ভয়ে মুখ খুলতে সাহস পাচ্ছে না এ কৃষক।
ক্ষতিগ্রস্ত তামাকচাষি জামিরুল ইসলাম জানান, রবিবার দিবাগত রাতে শত্রুতামূলক কে বা কারা তার দেড় বিঘা জমির তামাক গাছ কেটে রেখে যায়। সোমবার সকালে তামাকখেতে গিয়ে খেতের তামাক গাছ মাটিতে পড়ে থাকতে দেখে তিনি কান্নায় ভেঙে পড়েন। এতে তার লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানিয়েছেন।
এ ঘটনায় তামাকচাষি জামিরুল ইসলাম দৌলতপুর থানায় অভিযোগ প্রস্তুতি চলছে বলে জানা যায়।