অনলাইন ডেস্ক : বগুড়ার আদমদীঘির সান্তাহারে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে মা ও মেয়ের আত্মহত্যার খবর পাওয়া গেছে। নিহত মরিয়ম বেগম (২৭) ও নুরজাহান ইসলাম মৃত্তকা (৫) উপজেলার সান্তাহার ইউনিয়নের পান্নাতপুর গ্রামের নাইম ইসলামের স্ত্রী ও কন্যা।
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১২টায় রানীনগর স্টেশন এলাকায় এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, ২০১৫ সালের শেষের দিকে রানীনগর এনায়েতপুর গ্রামের মরিয়ম বেগমের সঙ্গে সান্তাহার ইউপির পান্নাতপুর গ্রামের নাইম ইসলামের বিবাহ হয়। গত কয়েকবছর ধরে তাদের সংসারে কলহ চলছিল। বুধবার রাতে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে গায়ে হাত তোলেন স্বামী নাইম ইসলাম। পরে বৃহস্পতিবার বেলা ১২টায় স্বামীর ওপর অভিমান করে রানীনগর স্টেশন এলাকায় ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের নিচে মা ও মেয়ে ঝাঁপিয়ে পড়েন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
সান্তাহার রেলওয়ে থানার উপ-পরিদর্শক শ্রী নরেশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসি। এ ঘটনায় থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।