ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সশরীরে ক্লাস-পরীক্ষা শুরু হচ্ছে আগামী ২২ ফেব্রুয়ারি থেকে।
শনিবার (১৯ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিস থেকে সহকারী রেজিস্ট্রার মো. রাশেদুজ্জামান খান টুটুল এই তথ্যটি নিশ্চিত করেছেন।
জানা যায়, ওমিক্রনের প্রাদুর্ভাব সারাদেশে বর্তমানে দুর্বল হওয়ায় আগামী ২২ তারিখ থেকে স্বাস্থ্য বিধি মেনে সশরীরে ক্লাস ও পরীক্ষা কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এর আগে, গত ২১ জানুয়ারি থেকে করোনা পরিস্থিতি অবনতি হওয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে সব ধরণের সশরীরে ক্লাস কার্যক্রম বন্ধ করা হয়।