অন্তর, কুষ্টিয়া: কুষ্টিয়ায় ইট বোঝায়কৃত অবৈধ ট্রলি উল্টে নয়ন মন্ডল (৪৫) একজন নিহত হয়েছে। আজ বিকালে দিকে ইবি থানার উজানগ্রাম- গজনবীপুর গ্রামের সড়কে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি গজনবীপুর গ্রামের কানাইপাড়ার নয়ন মন্ডল (৪৫)। জানাগেছে তিনি পেশায় একজন মাছ ব্যবসায়ী ছিলেন।
তথ্য সূত্রে জানা যায়, এই মাছ ব্যবসায়ী নয়ন তার বাড়ি তৈরীর ইট নিয়ে বাড়ি ফিরছিলেন। হঠাৎ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে যায়, গাড়ি থেকে নয়ন লাফিয়ে পুকুরে লাফ দেয়। ইট বোঝায় ট্রলি উল্টে গেলে নয়ন চাপা পড়ে এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় নয়নের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে ইবির থানার ওসি গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত সত্যতা করেছেন। ঘটনাস্থলে পুলিশ যেয়ে পুকুর থেকে লাশ উদ্ধার করে কুষ্টিয়া ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।