আরাফাত, কুষ্টিয়া : কুষ্টিয়ায় এবিএস গ্রুপের ব্যাবস্থাপনা পরিচালক, মেঘনা ব্যাংকের পরিচালক ও জিও মোবাইল ফোনের চেয়ারম্যান রাফিউর রহমান খান ইউসুফের আগমন উপলক্ষে স্বপ্নীল টেলিকমের আয়োজনে সংবর্ধনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার বিকাল ৪ টার সময় কুষ্টিয়া শহরের পালকী রেষ্টুরেন্টে কেক কাটার মধ্য দিয়ে স্বাগতম জানিয়ে সংবর্ধনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ইবিএস গ্রুপের সিও খালেদুর রহমান দেওয়ান,ইবিএস গ্রুপের জেনারেল ম্যানেজার রাসেল কবির,জিও মোবাইল কোম্পানীর হেড অব সেলস সাজ্জাদুর রহমান মুক্তা।
আরো উপস্থিত ছিলেন, কুষ্টিয়া স্বপ্নীল টেলিকমের স্বত্বাধিকারী সাজ্জাদ হোসেন মুক্তা,কুষ্টিয়া টেলিকমের স্বত্বাধিকারী তাজুল ইসলাম, ভেড়ামারা পলাশ টেলিকমের স্বত্বাধিকারী মোঃ পলাশ, আখলাক ট্রেডার্সের স্বত্বাধিকারী জয়নাল আবেদিন সহ কুষ্টিয়া জেলার জিও মোবাইল ফোন বিক্রেতা দোকানদারেরা।
সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি এবিএস গ্রুপের ব্যাবস্থাপনা পরিচালক রাফিউর রহমান খান ইউসুফ বর্তমান ডিজিটাল বাজারের সাথে জিও ব্রান্ডের নতুন মোবাইলের মার্কেটে আরও উন্নত মানের মোবাইল ফোন বাজারজাত করার জন্য আলাপ আলোচনা করেন।