কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া-ঝিনাইদহ সককের ভাদালিয়ায় ট্রাকে ধাক্কায় সাইকেল আরোহী যুবকের মৃত্যু হয়েছে।
নিহত যুবক কুষ্টিয়া সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নের বারুইপাড়া গ্রামের আলম মুন্সির ছেলে লিটন মুন্সি বলে জানাগেছে ।
স্থানীয় সূত্রে জানা যায় লিটন মুন্সি দুপুরে দিকে মটরসাইকেল যোগে কুষ্টিয়ার দিকে আসছিলেন। পথিমধ্যে ভাদালিয়া নামক স্থানে পৌছালে বেপরোয়া একটি ট্রাকের ধাক্কায় রাস্তার পাশে ছিটকে পড়ে এবং ঘটনাস্থলেই নিহত হয় দাবি স্থানীয়দের।
এ বিষয়ে হাইওয়ের ওসি ইদ্রিস আলী বলেন লিটন মুন্সি মটরসাইকেল নিয়ে কুষ্টিয়ার দিকে যাচ্ছিলেন এমন সময় একটি ট্রাক তাকে ধাক্কা দিলে তিনি সড়কের পাশে আসড়ে পড়ে ঘটনাস্থলেই মারা যান। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালের মর্গে প্রেরন করেছে।