কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় কুষ্টিয়ার সাব জজ-৩ আদালতের পেশকার পার্থ সারথী বিশ্বাস (৫০) নিহত হয়েছেন।
বৃহস্পতিবার ২৪ ফেব্রুয়ারি রাত ৮টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে মধুপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এবিষয়ে ইবি থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান রতন সত্যতা নিশ্চিত করে বলেন। মধুপুর নামক স্থানে একটি দুর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহত ব্যক্তি মটর সাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন এমন সময় দ্রুতগামী ট্রাকের ধাক্কায় সড়কে তার মৃত্যু হয়। ঘাতক ট্রাক পালিয়ে যায়।