1. riajul.kst1@gmail.com : riajul :
  2. riajul.kst@gmail.com : riajul.kst@gmail.com :
মঙ্গলবার, ০৬ জুন ২০২৩, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :

দারুণ ফর্মে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের জয়

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২
  • ১২২ বার নিউজটি পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে আফগানিস্তানের বিপক্ষে বিশাল ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ। লিটন দাসের দুর্দান্ত ব্যাটিংয়ে পর নাসুম আহমেদ ও শরিফুল ইসলামের বোলিং নৈপুণ্যে ৬১ রানের জয় নিয়ে মাঠ ছেড়েছে টাইগাররা। আজ বৃহস্পতিবার (৩ মার্চ) মিরপুরে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৫ রান তোলে বাংলাদেশ। দলের পক্ষে অর্ধশতক হাঁকান লিটন দাস। দারুণ ফর্মে থাকা এই ব্যাটার নেমেছিলেন ওয়ান ডাউনে। সাজঘরে ফেরার আগে ৪৪ বলে করেন ৬০ রান।

এছাড়া আফিফ হোসেন ধ্রুব ২৪ বলে ২৫ ও অভিষিক্ত মুনিম শাহরিয়ার ১৮ বলে ১৭ রান করেন। আফগানিস্তানের পক্ষে দুটি করে উইকেট শিকার করেছেন আজমতউল্লাহ ওমরজাই ও ফজলহক ফারুকি।

জয়ের লক্ষ্যে খেলতে নেমে নাসুম আহমেদের তোপের মুখে পড়ে সফরকারী দল। নাসুম একাই তুলে নেন প্রথম চারটি উইকেট। প্রতিরোধ গড়তে ব্যর্থ আফগানদের দাঁড়াতে দেননি তিন উইকেট শিকার করা শরিফুল ইসলামও।

শেষপর্যন্ত মাত্র ৯৪ রানে গুটিয়ে যায় মোহাম্মদ নবীর দলের ইনিংস। নাজিবউল্লাহ জাদরান (২৬ বলে ২৭), আজমতউল্লাহ ওমরজাই (১৮ বলে ২০) ও অধিনায়ক নবী (১৯ বলে ১৬) ছাড়া কেউই দুই অঙ্কের রানের দেখা পাননি।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ : ১৫৫/৮ (২০ ওভার) লিটন ৬০, আফিফ ২৫, মুনিম ১৭ ফারুকি ২৭/২, ওমরজাই ২৭/২, রশিদ ১৫/১

আফগানিস্তান : ৯৪/১০ (১৭.৪ ওভার) জাদরান ২৭, ওমরজাই ২০ নাসুম ১০/৪, শরিফুল ২৯/৩

ফল : বাংলাদেশ ৬১ রানে জয়ী।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর ....

All rights reserved © 2020 tajasangbad.com
Design & Developed BY Anamul Rasel
x