1. riajul.kst1@gmail.com : riajul :
  2. riajul.kst@gmail.com : riajul.kst@gmail.com :
রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :

কুষ্টিয়ায় সড়ক দূর্ঘটনায় কলেজ ছাত্রসহ নিহত ২

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ৪ মার্চ, ২০২২
  • ৩৭৯ বার নিউজটি পড়া হয়েছে

অন্তর, কুষ্টিয়া : কুষ্টিয়া সদরের কুমারগাড়ায় মটরসাইকেল ও বাইসাইকেলের সংঘর্ষে কলেজ ছাত্রসহ দুই জন নিহত হয়েছে। মটরসাইকেল চালক নিহত আকিব হোসেন কুষ্টিয়া পলিটেশনিক ইনস্টিটিউট এর ইঞ্জিনিয়ারিং পড়তো। আর বাইসাইকেল চালক নিহত সবুজ হোসেন কিয়াম মেটালে চাকরি করতেন। বৃহস্পতিবার গেল রাত সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে তাদের মৃত্যু হয়। নিহত আকিব হোসেন (২৩) খাজানগর মাদ্রাসাপাড়ার শরিফুল ইসলামের ছেলে ও মোঃ সবুজ (৩৫) হরলা মেটন গ্রামের মৃত শপি উদ্দিনের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ওসি ইদ্রিস আলী জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে কলেজ ছাত্র আকিব হোসেন মটরসাইকেল চালিয়ে কুষ্টিয়া শহর থেকে খাজাঁনগর মাদ্রাসা পাড়ায় নিজের বাড়ি যাচ্ছিলেন। অন্যদিকে একই সময়ে কিয়াম মেটালে কাজ শেষে সবুজ বাইসাইকেল নিয়ে হড়রা মেটন গ্রামে নিজের বাড়ি ফিরছিলেন। পথেমধ্যে কুমারগাড়া ফুজিঁ আইসক্রিম মোড়ে মটরসাইকেল ও বাইসাইকেলের সংঘর্ষ হয়। এতে ছিটকে পড়ে দুই জনই গুরুতর আহত হন। স্থানীয়রা দু’জনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেন। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১ টার দিকে দুই জনেরই মৃত্যু হয়। ময়না তদন্তের জন্য দুটি মৃতদেহই হাসপাতালের মর্গে নেয়া হয়েছে। এদিকে মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে হাসপাতালে মর্গের সামনে স্বজনরা ভীর জমাতে থাকে। অনেকেই আবার কান্নায় ভেঙ্গে পড়েন।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর ....

All rights reserved © 2020 tajasangbad.com
Design & Developed BY Anamul Rasel
x
error: Content is protected !!